০৩
ফেব্রু.

ফুলকপির পাকোড়া

নাশতায় হোক বা খাবারের সাথে সাইড ডিস হিসেবেই হোক, ভাজাভুজি খেতে আমরা পটু। আর তাই এবারের রেসিপি ফুলকপির পাকোড়া। প্রসেস তেমন কঠিন কিছুনা, অনেকটা বেগুনী তৈরীর মতো, ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন-

চাইলে এই লিঙ্ক থেকে ইউটিউবেও ভিডিওটি দেখতে পারেন।

তৈরীতে যা যা লাগছে-

  1. ফুলকপি
  2. ডালের বেসন
  3. রসূন বাটা
  4. গোলমরিচ
  5. আদা বাটা
  6. লবণ
  7. মরিচের গুঁড়ি
  8. তেল
  9. বেকিং পাউডার

কোনো প্রশ্ন থাকলে বা কেমন লাগলো অনুগ্রহ করে মন্তব্যে জানাবেন।