ফর্মটি পুরণ করতে বসার আগে কি কি লাগবে সেটা ভালো করে জেনে নাও। সব কিছু যোগাড় হলে তবে ফর্ম পুরণ করবে। অসম্পুর্ণ তথ্য সম্বলিত আবেদন প্রথম ধাপেই প্রত্যাখান করা হবে।
শরীফা নজরুল শিক্ষাবৃত্তির আবেদনের জন্য যে তথ্যগুলি লাগবে
- শিক্ষার্থীর বৃত্তান্ত
- শিক্ষার্থীর জন্ম নিবন্ধন পত্র
- শিক্ষার্থীর ছবি (ছবির পটভূমি সাদা বা হালকা রঙের হতে হবে)
- মাধ্যমিক শিক্ষা বোর্ডের নিবন্ধন পত্র
- মাধ্যমিক পরীক্ষার নম্বর পত্র
- শিক্ষার্থীর পিতার জাতীয় পরিচয় পত্র
- শিক্ষার্থীর মাতার জাতীয় পরিচয় পত্র
- শরীফা নজরুল শিক্ষাবৃত্তির জন্য শিক্ষার্থীর নিজ হাতে লিখিত আবেদন পত্র
- শিক্ষার্থী নিজ হাতে সর্বনিম্ন ১৫০০ শব্দের একটি রচনা লিখে দেবে যেখানে তার জীবন, পরিবার, গ্রাম, বিদ্যালয়/মহাবিদ্যালয় নিয়ে আলোচনা থাকবে
- মহাবিদ্যালয়ের প্রধানের লিখিত সুপারিশ পত্র
- একজন শ্রেণী শিক্ষক কর্তৃক লিখিত সুপারিশ পত্র
ফর্মে যেসব তথ্য চাওয়া হয়েছে সেই কাগজগুলির মূল কপির ছবি তুলে বা কম্পিউটারে স্ক্যান করে প্রয়োজনীয় কাগজপত্র সংযুক্ত করার স্থান ঘরে সংযুক্ত করতে হবে। ছবি অপরিস্কার হলে বা কোনো তথ্য পড়া না গেলে আবেদন প্রত্যাখান করা হবে। তবে কাগজগুলি সত্যায়িত করার প্রয়োজন নেই।
প্রতিটি তথ্য শিক্ষাবোর্ডের নিবন্ধন অনুযায়ী হতে হবে। তথ্যগুলি সম্পুর্ণ বাংলা অথবা ইংরেজী ভাষায় পূরণ করতে হবে। কোনো তথ্য উপলব্ধ না থাকলে সেই ঘরে উপলব্ধ নেই লিখতে হবে এবং শেষের অন্যান্য নোট ঘরে তথ্য কেনো উপলব্ধ নেই, সেই বিষয়ে কৈফিয়ত লিখতে হবে।