কুইক রেসিপি কুক প্রতিযোগিতাটি নারী/পুরুষ সবার জন্য উন্মুক্ত
সংক্ষিপ্ত বিবরণ: ইউটিউব বাংলা রান্নার চ্যানেল “রুমানার রান্নাবান্না” তৃতীয় বারের মতো সোশ্যাল নেটওয়ার্ক ভিত্তিক “রুমানা’র কুইক রেসিপি কুক ৩” রান্নার প্রতিযোগিতার আয়োজন করেছে। প্রতিযোগিতার এই প্ল্যাটফর্মে আমরা সোশ্যাল মিডিয়া এবং গতানুগতিক ধারা ব্যবহারের মাধ্যমে বিজয়ী নির্বাচন করবো, এবং প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের জন্য থাকছে লক্ষাধিক টাকার পুরস্কার।
উদ্দেশ্য: কর্মব্যস্তময় এই যান্ত্রিক জীবনে আমাদের জীবন যাত্রার প্রতিটি মুহূর্ত কঠিন হয়ে যাচ্ছে, যেখান থেকে সময় বের করে পরিবারের জন্য মান সম্মত খাবার রান্না করাটা এমনিতেই একটু কঠিন! এরই মধ্যে বাসায় হুট করে মেহমান চলে আসলে, অতিথি আপ্যায়ন করাটা আমাদের জন্য একটা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। “কুইক রেসিপি কুক” অনুষ্ঠানের মূল উদ্দেশ্য হলো কীভাবে খুব অল্প সময়ে মজাদার কিছু রান্না করে মেহমানের সামনে উপস্থাপন করা যায়। যার ঘ্রাণ হবে অতুলনীয়, স্বাদ হবে দুর্দান্ত এবং সর্বপরি পুষ্টিগুণে ভরপুর।
প্রতিযোগিতার বিষয়: ধরা যাক, আপনার বাসায় মেহমান আসবে এবং সেটা আপনি ১ ঘন্টা (৬০ মিনিট) আগে জানতে পারলেন। মেহমান আপ্যায়নের জন্য আপনার হাতে সময় আছে ৬০ মিনিট। এই ৬০ মিনিটের মধ্যে সিদ্ধান্ত নিতে ও বাসায় কি উপকরণ আছে নিরীক্ষা করতে ১০ মিনিট অতিক্রান্ত হবে। তাহলে বাকী ৫০ মিনিটের মধ্যে আপনাকে আপ্যায়নের জন্য সবরকম প্রস্তুতি শেষ করে টেবিলে সাজাতে হবে। আর এটাই আমাদের রুমানা’র কুইক রেসিপি কুক ৩” প্রতিযোগিতার বিষয়। তবে শর্ত হলো আপনাকে মাছ অথবা মাংস জাতীয় খাবার (শুধু সবজি বা হালকা নাশতা না) রান্না করতে হবে যেটা ভাত/পোলাও এর সাথে পরিবেশন করা যায়, অথবা এমন কিছু যা লাঞ্চ বা ডিনার এ মেইন ডিস হিসেবে খাওয়া যায়। আর সাথে থাকতে পারে একটি সাইড ডিস।
প্রতিযোগিতাটি তিন ধপে বিভক্ত
প্রথম ধাপ: একটি নির্দিষ্ট সময়ের মধ্যে অংশগ্রহণকারীরা রেসিপি, খাবারের ছবি এবং বর্ণনা আমাদের কাছে পাঠাবে। রেসিপি, ছবি ও বর্ণনা দেখে প্রতিযোগিতার সাথে সংশ্লিষ্ট কর্তৃপক্ষগণ প্রতিযোগি নির্বাচন করবে এবং নির্বাচিত প্রতিযোগিদের দ্বিতীয় ধাপে উত্তীর্ণ করবে।
দ্বিতীয় ধাপ: এই ধাপে প্রতিযোগিরা বিচারকদের উপস্থিতিতে তাদের পাঠানো রেসিপিটি একটি নির্দিষ্ট সময়ের মধ্যে তৈরি করে দেখাবেন। বিচারকমণ্ডলী সময়, স্বাদ, পুষ্টিগুণ, পরিবেশনার ও পরিচ্ছন্নতার ভিত্তিতে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় বিজয়ী নির্বাচন করবেন।
তৃতীয় ধাপ: উপরের ধাপে অংশগ্রহণকারী প্রতিযোগিদের প্রতিটি রান্নার ভিডিওচিত্র ধারণ করে রুমানার রান্নাবান্না ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে প্রকাশ করা হবে। এবং প্রকাশের পরে প্রথম ১৫ দিন বা ৩৬০ ঘন্টায় দর্শকদের প্রতিক্রিয়ার উপরে ভিত্তি করে রুমানা’র কুইক রেসিপি কুক ৩ – পিপলস্ চয়েস অ্যাওয়ার্ড প্রদান করা হবে। এটাই এই প্রতিযোগিতার সবচাইতে বড় পুরস্কার।
পিপলস্ চয়েস অ্যাওয়ার্ড: দর্শকদের উদ্দেশ্যে প্রতিযোগিদের রান্নার ভিডিওগুলি রুমানার রান্নাবান্না ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে ছেড়ে দেয়া হবে। এই ভিডিওগুলিতে মোট ভিউ, লাইক, কমেন্ট, শেয়ার এর সংখ্যার উপরে ভিত্তি করে পিপলস্ চয়েস অ্যাওয়ার্ডটির নির্বাচন করা হবে।
-
- এই অ্যাওয়ার্ডের যোগ্য হওয়ার জন্য প্রতিযোগিদেরকে তার রেসিপির ভিডিওতে অন্তত ৩৫০০ (তিন হাজার পাঁচশত) লাইক যোগাড় করতে হবে। ফেসবুক ও ইউটিউব মিলে ৩৫০০ হলেও হবে।
- প্রতিটি ভিডিওর মোট লাইক, মোট ভিউ, মোট শেয়ার গড় করে যে ভিডিওর সংখ্যা বেশী হবে, সেই প্রতিযোগি পিপলস্ চয়েস অ্যাওয়ার্ড বিজয়ী হবে।
- ভিউ এবং লাইক যোগাড় করার জন্য প্রতিযোগীদের মোট সময় থাকবে ১৫ দিন বা ৩৬০ ঘন্টা।
উল্লেখ্য যে, ভিউ এবং লাইকের বিষয়টি ফেসবুক এবং ইউটিউব নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে, এবং কোনো রকমে অসৎ উপায় অবলম্বনের জন্য ভিডিও বাতিল করে দিতে পারে। তাই প্রতিযোগিদের কোনো অসৎ উপায় অবলম্বন না করার জন্য হুঁশিয়ার করা হচ্ছে।
গুরুত্বপূর্ণ তারিখসমূহ
- নিবন্ধন শুরু – ২৫ ডিসেম্বর ২০১৯
- জমা প্রদানের শেষ সময় – ৫ জানুয়ারি ২০২০
- প্রথম পর্বের ফলাফল ঘোষণা – ১০ জানুয়ারি ২০২০
- রান্না করে দেখানোর তারিখ ও সময় – প্রতিযোগিদেরকে ফোন করে জানানো হবে
- চূড়ান্ত ফলাফল ঘোষণা – পরে ঘোষণা করা হবে
- পুরস্কার প্রদান – পরে ঘোষণা করা হবে
অনুষ্ঠানসূচি: প্রত্যেক প্রতিযোগিকে এককভাবে রান্না ও উপস্থাপনের সুযোগ দেয়া হবে। তাই প্রত্যেক প্রতিযোগিকে আলাদাভাবে তারিখ ও সময় জানিয়ে দেয়া হবে।
প্রতিযোগিতার শর্তাবলী
- প্রতিযোগিতায় রান্নার জন্য দুই জনের একটি দল হতে হবে। দলের প্রধান সদস্যের সাথে সহকারী হিসেবে একই বাড়ির বাসিন্দ ও নিম্নে লিখিত সম্পর্কের একজন থাকতে পারবে –
- স্বামী/স্ত্রী
- মা/বাবা/শ্বশুড়/শ্বাশুড়ি
- ছেলে/মেয়ে
- ভাই/বোন
- ননদ/ভাবী
- দেবর/জা/ভাশুর
- প্রতিযোগিতাটি শুধুমাত্র বাংলাদেশের নাগরিক এবং স্থায়ী ভাবে বসবাসকারীদের জন্য উন্মুক্ত।
- দলের প্রধান প্রতিযোগির বয়স ১৬ বছর বা তদূর্ধ্ব হতে হবে।
- কুইক রেসিপি কুক ২০১৭ এবং কুইক রেসিপি কুক ২ প্রতিযোগিতায় ১ম/২য়/৩য় ও পিপলস্ চয়েস পুরস্কার বিজয়ী প্রতিযোগিরা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবেন না।
- রান্না বিষয়ে ইউটিউব চ্যানেল/ফেসবুক পেজ আছে এরকম কেউ অংশগ্রহণ করতে পারবেন না।
- প্রতিযোগিতায় অংশগ্রহণকারীরা নিম্নলিখিত তথ্যগুলি প্রদান করবেন –
- সম্পূর্ণ নাম (পরিচয় পত্র অনুযায়ী)
- স্থায়ী ও বর্তমান ঠিকানা
- সচল একটি মোবাইল নম্বার (সাথে একটি বিকল্প মোবাইল নম্বর দেয়া যাবে)
- ছবি সহ জাতীয় অথবা প্রাতিষ্ঠানিক পরিচয় পত্র।
- উভয় প্রতিযোগির আলাদা আলাদা ১টি করে ছবি এবং দুই প্রতিযোগির একসাথে ১টি ছবি
প্রতিযোগিতায় নির্বাচিত হয়ে গেলে এই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যবহার হতে পারে। - যেই রান্নাটি করা হবে তার মধ্যে ব্যবহৃত উপকরণের নাম, সংক্ষিপ্ত রেসিপি এবং পরিস্কার দুইটি ছবি।
- দলের উভয় প্রতিযোগিকে অবশ্যই সামাজিক, উপস্থাপনযোগ্য পোশাক পরে আসতে হবে, এবং মুখমন্ডল প্রদর্শন করতে হবে।
- প্রতিযোগিদের সাথে শুধুমাত্র একজন অতিথি অনুষ্ঠানে আসতে পারবে এবং ৭ বছর বয়সের উপরের যে কাউকে অতিথি হিসাবে গণ্য হবে।
- প্রতিযোগিতা চলার সময় অতিথির সাথে কোনো রকমের যোগাযোগ, প্রতিযোগিদের অযোগ্যতা হিসেবে ধরা হবে এবং ঐ প্রতিযোগিদের জন্য প্রতিযোগিতা বাতিল করা হবে।
- অসম্পূর্ণ নিবন্ধন, মিথ্যা তথ্য প্রদান অথবা জালিয়াতির ক্ষেত্রে কোনো প্রকার দায়-দায়িত্ব কর্তৃপক্ষ নেবে না, এবং প্রমাণ হওয়ায় প্রতিযোগিতা বাতিলের সমস্ত ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করে।
- সকল ক্ষেত্রে রুমানার রান্নবান্না দল এবং উপস্থিত বিচারকদের সিদ্ধান্তই চূড়ান্ত বলে বিবেচিত হবে।
- পুরস্কার বিতরন অনুষ্ঠান শুধুমাত্র প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের জন্য উন্মুক্ত।
- প্রতিযোগিদের কোনো প্রকার ব্যক্তিগত আঘাত, ক্ষয়-ক্ষতি বা অন্য কোনো প্রকার লোকসানের জন্য কর্তৃপক্ষ দায়ী থাকবে না। তবে প্রতিযোগিতা চলাকালীন সময়ে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা থাকবে।
- প্রতিযোগিতায় অংশগ্রহণ করার মাধ্যমে প্রতিযোগি উপরের শর্তাবলি গ্রহণ করছে। এবং রুমানা রান্নাবান্না কর্তৃপক্ষ যেকোনো সময়ে নীতিমালার পরিবর্তন, পরিমার্জন ও পরিবর্ধন করার অধিকার সংরক্ষণ করে। সাথে নীতিমালা পরিপন্থী যে-কোনো রেজিস্ট্রেশন যে-কোনো সময়ে বাতিলের অধিকার সংরক্ষণ করে।
- প্রতিযোগিতা ঢাকায় অনুষ্ঠিত হবে এবং যাতায়াতের জন্য প্রতিযোগিদেরকে মোট ৫০০ টাকা সন্মানি প্রদান করা হবে।
সাধারণ নির্দেশিকা
- প্রতিযোগিতায় টেস্টিং সল্ট সহ যেকোনো ম্যজিক মসলা ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ।
- মূল পদ রান্না করার জন্য প্রয়োজনীয় মাছ, মাংস, দুধ, ডিম, শাক, সবজি সহ রান্না শেষে পরিবেশন করার জন্য যাবতীয় সকল উপকরণ একদম পরিস্কার করে সাথে নিয়ে আসতে হবে।
- মাংসের কিমা বা মাছের ফিলেট তৈরি করে আনা যাবে কিন্তু সম্পূর্ণরূপে প্রক্রিয়াজাত করে অর্থাৎ ম্যারিনেট করে আনা যাবে না, প্রতিযোগিতা চলাকালে ম্যারিনেশন সহ যাবতীয় প্রক্রিয়া প্রদর্শন করতে হবে।
- সকল প্রকার মসলা কেটে, বেটে অথবা প্রয়োজন হলে ভেজে নিয়ে আসতে হবে।
- প্রতিযোগিকে রান্না ও ভাজার জন্য প্রয়োজনীয় তেল, ঘি এবং মাখন ইত্যাদি সাথে করে নিয়ে আসতে হবে।
- সকল প্রকার প্রয়োজনীয় সস প্রতিযোগি নিয়ে আসবে।
- সালাদ বা অনুরূপ কোনো পদ তৈরি করার জন্য শাকসবজি বেছে/পরিষ্কার করে আনতে হবে, কিন্তু প্রতিযোগিতা চলাকালে কেটে পরিবেশন করতে হবে।
- কাটাকাটি করার জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি যেমন ছুরি, বটি, পিলার, কাচি ইত্যাদি এবং পরিবেশন করার জন্য প্রয়োজনীয় বাসনপত্র সঙ্গে করে নিয়ে আসতে হবে।
- প্রয়োজন ছাড়া অতিরিক্ত কোনো উপাদান ব্যবহার না করার জন্য উৎসাহিত করা যাচ্ছে।
- প্রস্তুতি এবং উপস্থাপনা শেষে রান্নাঘর পরিষ্কারের জন্য আলাদা সময় নির্ধারণ করে দেওয়া হবে এবং পরিস্কার-পরিচ্ছন্নতার ভিত্তিতেও নম্বর প্রদান করা হবে।
- কোনো কারণে প্রতিযোগিরা নির্ধারিত সময়ে প্রতিযোগিতায় উপস্থিত হতে না পারলে অযোগ্য বিবেচনা করা হবে।
নিবন্ধনপ্রক্রিয়া: উপরে উল্লেখিত সব নীতিমালার সাথে সহমত হওয়ার পরে https://rumana.net/qrc3reg পাতায় গিয়ে ফর্ম পুরণের মাধ্যমে প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে হবে।
প্রতিযোগিতায় কি রান্না করবেন
- অতিথি আপ্যায়নের জন্য মাছ/মাংস/সী ফুড দিয়ে একটি মেইন ডিস রান্না করতে হবে
- ডিসটি অবশ্যই ভাত/পোলাও এর সাথে পরিবেশন যোগ্য হতে হবে
- ডিসের সাথে ছোটো সাইড ডিস বা সালাদ দিতে হবে।
(তবে সালাদ ও সাইড ডিস একসাথে দিলে পয়েন্ট বেশি পাওয়ার সম্ভাবনা থাকবে) - প্রস্তুতি নেয়ার জন্য হাতে থাকবে ২০ মিনিট আর স্টেজে রান্নার জন্য পাওয়া যাবে ৪০ মিনিট।
এই ৬০ মিনিট বা ১ ঘন্টায় সব করতে হবে।
বিজয়ী নির্বাচন প্রক্রিয়া: প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানের বিজয়ী নির্বাচনের প্রক্রিয়া –
- রান্নার সময়
- খাবার পরিবেশনা
- খাবারের স্বাদ
- পুষ্টিগুণ
- উপকরনের সহজপ্রাপ্যতা
- পরিস্কার-পরিচ্ছন্নতা
পুরষ্কার সমূহ
- পিপলস্ চয়েস অ্যাওয়ার্ড – ৩২” স্মার্ট LED টেলিভিশন
- প্রথম পুরস্কার – ৩০ লিটার মাল্টি পারপাস ওভেন (গ্রিল ও মাইক্রোওয়েভ)
- দ্বিতীয় পুরস্কার – ১ টি থ্রি-ইন-ওয়ান কিচেন মিক্সার+ ৭ পিসের ননস্টিক কুকওয়্যার সেট
- তৃতীয় পুরস্কার – ১ টি ইলেকট্রিক কারি কুকার (৯০০ ওয়াট) + ১ টি থ্রি-ইন-ওয়ান কিচেন মিক্সার
এছাড়াও দ্বিতীয় ধাপে উত্তীর্ণ বাকী ৬ জন পাবেন আকর্ষণীয় হ্যান্ড মিক্সার সহ অনেক অনেক উপহার।
রান্নাঘরে প্রদত্ত সামগ্রীসমূহ: অনুষ্ঠানের রান্নাঘরে নিম্নে বর্নিত সামগ্রী ব্যতীত অন্য কোনো সুযোগ-সুবিধা প্রদান করা হবে না। প্রদত্ত সামগ্রী ব্যতীত প্রয়োজনীয় সকল উপাদান প্রতিযোগিকে সঙ্গে করে নিয়ে আসতে হবে।
- দুই বার্নার গ্যাসের চুলা
- মাইক্রোওয়েভ ওভেন
- বেকিং/কনভেকশন ওভেন
- মিক্সার/ব্লেন্ডার
- রান্নার জন্য প্রয়োজনীয় প্যান
- প্রয়োজনীয় চামুচ এবং আনুষঙ্গিক হাতাসমূহ
- রেসিপির মধ্যে যদি সেদ্ধ সাদা ভাত অন্তর্ভুক্ত থাকে, তাহলে প্রতিযোগিকে তা রান্না করতে হবে না। সাধারণ সেদ্ধ ভাত কর্তৃপক্ষ সরবরাহ করবে।
- পরিবেশনের জন্য প্রয়োজনীয় পাত্র এবং আসবাব প্রতিযোগিতায় সরবারাহ করা হবে।
গোপনীয়তার নীতিমালা: প্রতিযোগি কর্তৃক সরবরাহকৃত তথ্যসমূহ শুধুমাত্র “রুমানা’র কুইক রেসিপি কুক ৩” প্রতিযোগিতায় ব্যবহার করা হবে এবং কোনো অবস্থাতেই স্পনসর সহ অন্য কোনো তৃতীয় পক্ষের কাছে হস্তান্তর করা হবে না।
পুরস্কার বিতরণী অনুষ্ঠান: “রুমানা’র কুইক রেসিপি কুক ৩” প্রতিযোগিতায় অংশগ্রহনকারী দল সমূহকে ফোন করে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের সূচী জানানো হবে।
প্রতিযোগিতা নিয়ম ও ফর্মের তথ্য সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে যোগাযোগ করুন আমাদের ফেসবুক গ্রুপে: facebook.com/groups/rumanaranna/