পারফেক্ট চটপটি মসলা তৈরী এবং সংরক্ষণ
০৫
জুন

পারফেক্ট চটপটি মসলা তৈরী এবং সংরক্ষণ

বাসায় তৈরী করা গেলে কেনো আমরা চটপটির মসলা কিনে আনবো? এই ভিডিওতে দেখাচ্ছি কিভাবে পারফেক্ট চটপটির মসলা তৈরী করতে হয় এবং সেটা কিভাবে ৫/৬ মাস সংরক্ষণ করে রাখা যায়।

চটপটির স্পেশাল মসলা তৈরীতে যা যা লেগেছে
– জিরা ১ টেবিল চামুচ
– ধনে ১ টেবিল চামুচ
– মৌরি/মিষ্টি জিরা ১ টেবিল চামুচ
– মেথি ১ চা চামুচ
– রাঁধুনী মসলা ১ চা চামুচ
– কালো জিরা ০.৫ চা চামুচ
– সাদা সরিষা ০.৫ চা চামুচ
– লবঙ্গ ১৫ টি
– গোল মরিচ ০.৫ চা চামুচ
– শুকনো মরিচ ১০/১২ টি
– বিট লবণ ১ চা চামুচ

তৈরী করার অভিজ্ঞতা আমাদের ফেসবুক পেজে শেয়ার করতে ভুলবেন না। শেয়ার করে আপনিও জিতে নিতে পারেন একটি সুন্দর উপহার