ড্রামস্টিক কাটলেট

ঠিক এরকম ভিন্ন ধরণের রেসিপিই আমরা ইফতারের জন্য খুঁজতে থাকি।

তৈরী করতে লাগছে –

  1. মুরগির রান ৬ টি
  2. আলু ৬ টি মাঝারি আকারের
  3. লবণ – সেদ্ধ করতে ১ চা চামচ, কাটলেট মিক্সে ০.৫ চা চামচ
  4. আদা বাটা ০.৫ চা চামচ
  5. রসুন বাটা ০.৫ চা চামচ
  6. কাঁচা মরিচ
  7. পিঁয়াজ কুচি ০.২৫ কাপ
  8. গরম মসলার গুঁড়ি ০.২৫ চা চামচ
  9. চিলি ফ্লেক্স ০.৫ চা চামচ
  10. গোল মরিচের গুঁড়ি ০.২৫ চা চামচ
  11. কার্ণ ফ্লাওয়ার ১ টেবিল চামচ
  12. আরও লাগছে – ধনে পাতা, ডিম, ব্রেড ক্রাম্ব

তৈরী করার অভিজ্ঞতা আমাদের ফেসবুক গ্রুপে শেয়ার করতে ভুলবেন না। শেয়ার করে আপনিও জিতে নিতে পারেন একটি সুন্দর উপহার।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Message *

Name