২৯
ফেব্রু.
ড্রামস্টিক কাটলেট
ঠিক এরকম ভিন্ন ধরণের রেসিপিই আমরা ইফতারের জন্য খুঁজতে থাকি।
তৈরী করতে লাগছে –
- মুরগির রান ৬ টি
- আলু ৬ টি মাঝারি আকারের
- লবণ – সেদ্ধ করতে ১ চা চামচ, কাটলেট মিক্সে ০.৫ চা চামচ
- আদা বাটা ০.৫ চা চামচ
- রসুন বাটা ০.৫ চা চামচ
- কাঁচা মরিচ
- পিঁয়াজ কুচি ০.২৫ কাপ
- গরম মসলার গুঁড়ি ০.২৫ চা চামচ
- চিলি ফ্লেক্স ০.৫ চা চামচ
- গোল মরিচের গুঁড়ি ০.২৫ চা চামচ
- কার্ণ ফ্লাওয়ার ১ টেবিল চামচ
- আরও লাগছে – ধনে পাতা, ডিম, ব্রেড ক্রাম্ব
তৈরী করার অভিজ্ঞতা আমাদের ফেসবুক গ্রুপে শেয়ার করতে ভুলবেন না। শেয়ার করে আপনিও জিতে নিতে পারেন একটি সুন্দর উপহার।
০ comments