এই ডাম্পলিংগুলো দেখছেন! এটা একটা টু-ইন-ওয়ান রেসিপি, ডাম্পলিং এর তলায় দেখেন কি সুন্দর ঝলসানো একটা টেক্সচার এসেছে, এটার জন্য একই সাথে অন্থনের ফ্লেভার পাবেন এই ডাম্পলিং গুলো থেকে।
- আটা প্রস্তুতিতে লাগছে
- আটা ২ কাপ
- লবণ ১ চা চামচ
- চিংড়ি প্রস্তুতিতে লাগছে লাগছে –
- মাঝারি আকারের চিংড়ি ১০ টি
- সয়সস ১ চা চামচ
- গোল মরিচের গুঁড়ি ০.২৫ চা চামচ
- কিমা প্রস্তুতিতে লাগছে –
- মুরগির মাংসের কিমা ২০০ গ্রাম
- সয়সস ২ চা চামচ
- ওয়েস্টার সস ১ চা চামচ
- পিঁয়াজ কুচি ০.২৫ কাপ
- গোল মরিচের গুঁড়ি ০.২৫ চা চামচ
- রান্নার তেল ১ টেবিল চামচ
তৈরী করার অভিজ্ঞতা আমাদের ফেসবুক গ্রুপে শেয়ার করতে ভুলবেন না। শেয়ার করে আপনিও জিতে নিতে পারেন একটি সুন্দর উপহার।