কলি ফ্লাওয়ার কাটলেট
১৮
মার্চ

কলি ফ্লাওয়ার কাটলেট

তৈলাক্ত কিছু ইফতারীতে কম খাওয়াই ভালো, বিশেষ করে বাচ্চাদের। আর এই কাটলেটে বেগুনী/বড়ার মতো তেল ঢোকে না, তাই তেল চুপচুপে বেগুনী/বড়ার চাইতে এটা অনেক স্বাস্থ্য সম্মত বলে আমি মনে করি। তৈরী করে ডিপ ফ্রিজে সংরক্ষণ করেও রাখা যাবে।

তৈরী করতে লাগছে –

  1. মাঝারি সাইজের ফুলকপি ১ টি
  2. ময়দা ০.৫ কাপ
  3. লবণ – পানিতে প্রয়োজন মতো আর ময়দায় ০.৫ চা চামচ
  4. গরম মসলার গুঁড়ি ০.৫ চা চামচ
  5. গোল মরিচের গুঁড়ি ০.২৫ চা চামচ
  6. ব্রেড ক্রাম্ব

তৈরী করার অভিজ্ঞতা আমাদের ফেসবুক গ্রুপে শেয়ার করতে ভুলবেন না। শেয়ার করে আপনিও জিতে নিতে পারেন একটি সুন্দর উপহার।