শর্টকাট রেসিপিতে দই বড়া
০২
এপ্রিল

শর্টকাট রেসিপিতে দই বড়া

একদম কম উপকরণ ব্যবহার করে দই বড়া তৈরী করেছি। অনেক ধরণের আয়োজন এবং ডাল পেষা/বাটার ঝামেলার জন্য যারা দই বড়া তৈরী করতে চান না, তাদের জন্য পৃথিবীর সবচাইতে সহজ দই বড়ার রেসিপি নিয়ে আসলাম। চলুন আপনাদের এবার তৈরী করে দেখাই।

তৈরী করতে লাগছে –

  1. টক দই ১ কাপ
  2. বিট লবণ ১ চা চামচ
  3. টেলে নেয়া জিরা গুঁড়ি ০.৫ চা চামচ
  4. চটপটির মসলা ১ চা চামচ
  5. শুকনো মরিচের গুঁড়ি ০.৫ চা চামচ
  6. চিনি ২ টেবিল চামচ
  7. পাউরুটি ৫ টুকরো
  8. মাঝারি সাইজের আলু ৫ টি
  9. পিঁয়াজ কুচি ০.৫ কাপ
  10. কাঁচা মরিচ কুচি ১ টেবিল চামচ
  11. আদা বাটা ০.৫ চা চামচ
  12. লবণ ১ চা চামচ
  13. ধনে পাতা কুচি

তৈরী করার অভিজ্ঞতা আমাদের ফেসবুক গ্রুপে শেয়ার করতে ভুলবেন না। শেয়ার করে আপনিও জিতে নিতে পারেন একটি সুন্দর উপহার।