০১
এপ্রিল
বাঁধাকপির কাঁঠি পাকোড়া
মৌশুম না হলেও বাঁধাকপি এখন বাজারের সবচাইতে সস্তা সবজি। আর এই সুযোগে বাঁধাকপি দিয়ে যদি নতুন কিছু ট্রাই না করি, তাহলে বিষয়টা অন্যায় হয়ে যায় 🙂 আমি যে রেসিপিটা তেরী করেছি, এটার বুদ্ধি এর আগে কেনো মাথায় আসে নাই, সেটা নিয়ে মন খারাপ হয়েছিলো। কিন্তু ভালো লাগছে, আপনাদের জন্য এটা এখন আনতে পেরে।
- আমি যে মাপের বাঁধাকপি নিয়েছি, তার অর্ধেকটা দিয়ে আমার ৮টা স্টিক হয়েছে।
তৈরী করার অভিজ্ঞতা আমাদের ফেসবুক গ্রুপে শেয়ার করতে ভুলবেন না। শেয়ার করে আপনিও জিতে নিতে পারেন একটি সুন্দর উপহার।
০ comments