পোড়া বেগুনের পাকোড়া
০৫
এপ্রিল

পোড়া বেগুনের পাকোড়া

ভাজা পোড়া পছন্দ করেন না এমন কাউকে পাওয়া মুসকিল। তাদের জন্য একই সাথে পোড়া এবং ভাজার একটা রেসিপি নিয়ে আসলাম।

তৈরী করতে লাগছে –

  1. একটা বড় বেগুন
  2. পিঁয়াজ কুচি ১ কাপ
  3. বেসন ০.৫ কাপ
  4. কাঁচা মরিচ কুচি ১ টেবিল চামচ
  5. ধনে গুঁড়ি ০.৫ চা চামচ
  6. জিরা গুঁড়ি ০.৫ চা চামচ
  7. লবণ ১ চা চামচ
  8. সামান্য ধনে পাতা

তৈরী করার অভিজ্ঞতা আমাদের ফেসবুক গ্রুপে শেয়ার করতে ভুলবেন না। শেয়ার করে আপনিও জিতে নিতে পারেন একটি সুন্দর উপহার।