
চিকেন ডায়নামাইট – জুসি চিকেন অন ক্যাবেজ বাস্কেট
মুখে দিলেই স্বাদের বিস্ফোরন হবে এরকম স্ন্যাক্সের রেসিপি যারা খুঁজছেন তাদের জন্য চিকেন ডায়নামাইট। একই সাথে ক্রিসপি আর জুসি রেসিপিটা আমাদের অসাধারণ লেগেছে, তাই শেয়ার করছি আপনাদের সাথে।
তৈরী করতে লাগছে –
- হাড় চর্বি ছাড়া মুরগির মাংস ৩০০ গ্রাম
- ডিম ১ টা
- কর্ণ ফ্লাওয়ার ২ টেবিল চামচ
- আটা ২ টেবিল চামচ
- সয় সস ১ চা চামচ
- গোল মরিচের গুঁড়ি ০.২৫ চা চামচ + ০.৫ চা চামচ + সামান্য
- শুকনো মরিচের গুঁড়ি ০.৫ চা চামচ + ০.৫ চা চামচ
- রসুন বাটা ০.২৫ চা চামচ
- লবণ ০.২৫ চা চামচ
- মেয়োনিজ ০.৫ কাপ
- টমেটো সস ০.৫ কাপ
তৈরী করার অভিজ্ঞতা আমাদের ফেসবুক গ্রুপে শেয়ার করতে ভুলবেন না। শেয়ার করে আপনিও জিতে নিতে পারেন একটি সুন্দর উপহার।
১৩
নভে.