তাওয়া টিক্কা কাবাব
১৬
এপ্রিল

তাওয়া টিক্কা কাবাব

কত সহজে তাওয়ার মধ্যে তুতুলে নরম চিকেন টিক্কা কাবাব করা যায়, সেটাই দেখাবো এই ভিডিওতে। দেখে অনেকেই অবাক হয়ে যাবেন যে এক কম উপকরণে কিভাবে এটা করা সম্ভব!

তৈরী করতে লাগছে –

  1. হাড় ছাড়া চিকেন ১০ টুকরো
  2. আদা বাটা ০.৫ চা চামচ
  3. রসুন বাটা ০.৫ চা চামচ
  4. লেবুর রস ১ চা চামচ
  5. সরিষার তেল ০.২৫ কাপ
  6. শুকনো মরিচের গুঁড়ি ১ টেবিল চামচ
  7. টক দই ১ কাপ
  8. কাসুরি মেথি ০.৫ চা চামচ
  9. সাদা গোল মরিচের গুঁড়ি ০.৫ চা চামচ
  10. লবণ ০.২৫ চা চামচ + ০.৫ চা চামচ

তৈরী করার অভিজ্ঞতা আমাদের ফেসবুক গ্রুপে শেয়ার করতে ভুলবেন না। শেয়ার করে আপনিও জিতে নিতে পারেন একটি সুন্দর উপহার।