সংসারের নানা ব্যস্ততার কারণে আমরা রাঁধুনীরা চাই রান্না ঘরে যত কম সময় দেয়া যায়। সেজন্য আমি মাঝে মাঝেই এমন রেসিপি নিয়ে আসি যেগুলো মুখরোচক আর রান্না করতে তেমন কোনো সময় লাগে না। এই যে বরবটিটা সার্ভ করছি, কাটাকুটি সহ রান্না শেষ করতে সময় লেগেছে মাত্র ১০ মিনিট!
তৈরী করতে লাগছে –
- বরবটি ২৫০ গ্রাম
- ডিম ১ টা
- বাটার ৫০ গ্রাম
- ১টা বড় রসুন
- পাকা মরিচ ৪ টি
- লবণ ০.২৫ চা চামচ
- সয় সস ১ টেবিল চামচ
- চিলি ফ্লেক্স ১ চা চামচ
- চিনি ০.২৫ চা চামচ
তৈরী করার অভিজ্ঞতা আমাদের ফেসবুক গ্রুপে শেয়ার করতে ভুলবেন না। শেয়ার করে আপনিও জিতে নিতে পারেন একটি সুন্দর উপহার।