ভীষণ হেলদি একটা রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে আসলাম। তৈরী করছি গ্লেইজড্ এগ মাশরুম। এই রেসিপিটা একটা কমপ্লিট মিল, এখানে ভিটামিনস্, প্রোটিন, মিনারেলস্, সবকিছুর একটা পারফেক্ট ব্যালেন্স আছে। তাই সকাল-দুপুর-বিকেল যে কোনো সময় আপনারা কমপ্লিট মিল হিসেবে খেতে পারেন এই গ্লেইজড্ এগ মাশরুম।
তৈরী করতে লাগছে –
- ক্যাপসিকাম ১ কাপ
- ডিম ৪ টি
- মাশরুম ২৫০ গ্রাম
- দুধ ২ টেবিল চামচ
- বাটার ২ টেবিল চামচ + ২ টেবিল চামচ
- রসুন কুচি ২ টেবিল চামচ
- আদা কুচি ২ টেবিল চামচ
- সয় সস ১ টেবিল চামচ
- ওয়েস্টার সস ১ টেবিল চামচ
- ফিশ সস ১ টেবিল চামচ
- সাদা গোল মরিচের গুঁড়ি ১ চা চামচ
- চিলি ফ্লেক্স ১ চা চামচ
- চিনি ০.৫ চা চামচ
- কাঁচা মরিচ ৪/৫ টি
তৈরী করার অভিজ্ঞতা আমাদের ফেসবুক গ্রুপে শেয়ার করতে ভুলবেন না। শেয়ার করে আপনিও জিতে নিতে পারেন একটি সুন্দর উপহার।