মুরগির মাংস তো আমরা অনেকভাবেই রান্না করি। আজ আমি মাংস রান্না করে কম্বলের ভেতরে ঢুকিয়ে দিয়েছি 😂 🤣
তৈরী করতে লাগছে –
- হাড় চর্বি ছাড়া মুরগির মাংস ২৫০ গ্রাম
- চিজ স্লাইস
- সয় সস ১ টেবিল চামচ
- গোল মরিচ ০.৫০ চা চামচ
- বাটার ২ টেবিল চামচ
- পিঁয়াজ কুচি ০.২৫ কাপ
- ক্যাপিকাম ০.৫০ কাপ
- টমেটো ০.২৫ কাপ
- চিলি ফ্লেক্স ০.৫০ চা চামচ
- অরিগ্যানো ০.২৫ চা চামচ
তৈরী করার অভিজ্ঞতা আমাদের ফেসবুক গ্রুপে শেয়ার করতে ভুলবেন না। শেয়ার করে আপনিও জিতে নিতে পারেন একটি সুন্দর উপহার।