বাসায় মুরগির মাংস আছে? তাহলে দেরী না করে চট পট তৈরী করে ফেলুন গ্রিল চিকেন কাঠি রোল। আমি খাওয়া শুরু করলাম, আপনারা রেসিপি শিখতে থাকুন।
তৈরী করতে লাগছে –
- হাড় চর্বি ছাড়া মুরগির বুকের মাংস ২০০ গ্রাম
- সয় সস ১ টেবিল চামচ
- গোল মরিচের গুঁড়ি ০.২৫ চা চামচ
- বাটার ২ টেবিল চামচ
- সবজি নিয়েছি: ক্যাপসিকাম, শসা, গাজর, পিঁয়াজ, লেটুস
- টমেটো সস ২ টেবিল চামচ
- মেয়োনিজ ৩ টেবিল চামচ
তৈরী করার অভিজ্ঞতা আমাদের ফেসবুক গ্রুপে শেয়ার করতে ভুলবেন না। শেয়ার করে আপনিও জিতে নিতে পারেন একটি সুন্দর উপহার।