তান্দুরি চিকেন কাঠি রোল
১৮
এপ্রিল

তান্দুরি চিকেন কাঠি রোল

পবিত্র রমযান মাসে ইফতারির জন্য নিয়ে আসলাম তান্দুরি চিকেন কাঠি রোল। ভীষণ মজার কিন্তু অনেক সহজ রেসিপিটি তৈরী করে আজই ইফতারিতে পরিবেশন করুন।

ইফতারির টেবিল, বিকালের স্ন্যাক্স, সকালের নাশতা অথবা বাচ্চাদের স্কুলের টিফিনের জন্য আমরা কিন্তু সবসময় ঝটপট তৈরী করা যায় এরকম রেসিপি খুঁজি। সেজন্য একটা ধামাকা আইটেম নিয়ে হাজির হয়ে গেলাম। তাই বলে আবার ভাববেন না যে এটা লাঞ্চ বক্সে দেয়া যাবে না। এটা এতটাই মজার যে আপনাদের যখন যেভাবে খুশি খেতে পারবেন। চলুন শিখে ফেলি তান্দুরি চিকেন কাঠি রোলের রেসিপি।

তৈরী করতে লাগছে –

  1. হাড় চর্বি ছাড়া মুরগির মাংস ৫০০ গ্রাম
  2. ACI Pure তান্দুরি চিকেন মসলা ১ টেবিল চামচ
  3. কর্ণ ফ্লাওয়ার ১ টেবিল চামচ
  4. বাটার ২ টেবিল চামচ
  5. ডিমের কুসুম ১ টি
  6. লবণ ০.৫ চা চামচ
  7. কাঁচা মরিচ কুচি
  8. ধনে পাতা কুচি
  9. ক্যাপসিকাম কুচি
  10. পেঁয়াজ কুচি

তৈরী করার অভিজ্ঞতা আমাদের ফেসবুক গ্রুপে শেয়ার করতে ভুলবেন না। শেয়ার করে আপনিও জিতে নিতে পারেন একটি সুন্দর উপহার।