
০১
মার্চ
শ্রিম্প কেক
আমার চ্যানেলে সবসময়ই হালকা নাশতা টাইপের রেসিপির একটা আলাদা চাহিদা রয়েছে। আর আমি তাই চেষ্টা করি কিভাবে স্বাস্থ্য সম্মত উপায়ে হালকা নাশতার রেসিপি উপস্থাপন করা যায়, বিশেষ করে শিশুদের কথা চিন্তা করে। তৈরী করে দেখাচ্ছি শ্রিম্প কেক। অ্যাপাটাইজার বলেন, বা বার্গারের প্যাটি বলেন যেভাবেই খেতে চান, এই শ্রিম্প কেকের জুড়ি নেই।
ক্রিম চিজ তৈরী করার পদ্ধতি দেখি:
ইউটিউবে ভিডিও দেখতে সমস্যা হলে এই লিঙ্ক থেকে ডেইলি মোশনেও ভিডিওটি দেখতে পারেন।
তৈরী করতে লেগেছে –
- চিংড়ি মাছ ৫০০ গ্রাম
- ডিমের কুসুম ১ টি
- কর্ণ ফ্লাওয়ার ২ টেবিল চামুচ
- সয় সস ১ চা চামুচ
- ফিস সস ২ চা চামুচ
- চিনি ১ চা চামুচ
- গোল মরিচের গুঁড়ি ১ চা চামুচ
- কাঁচা মরিচ ২ টি
- পুদিনা পাতা ১ টেবিল চামুচ
- রসুন ৩/৪ কোয়া
তৈরী করে আমাদের ফেসবুক পেজ আপনার অভিজ্ঞতা শেয়ার করতে ভুলবেন না।
০ comments