স্টেক কিংবা ইংলিশ কাটলেটের সাথে অসাধারণ এক রকমের সস পরিবেশন করা হয়। এখন সেই ক্রিম অফ মাশরুম সসটি তৈরী করে দেখাচ্ছি।
তৈরী করার পদ্ধতি দেখি:
ইউটিউবে ভিডিও দেখতে সমস্যা হলে এই লিঙ্ক থেকে ডেইলি মোশনেও ভিডিওটি দেখতে পারেন।
তৈরী করতে লেগেছে –
- ৬/৭ টি মাশরুম
- ০.৫ কাপ ক্রিম
- ৫০ গ্রাম বাটার
- ২ চা চামুচ পেঁয়জ কুচি
- ১ চা চামুচ রসুন কুচি
- স্বাদ অনুযায়ী লবণ (আমি ০.৫ চা চামুচ দিয়েছি)
- ০.৫ চা চামুচ গোল মরিচের গুঁড়ি
তৈরী করে আমাদের ফেসবুক পেজ আপনার অভিজ্ঞতা শেয়ার করতে ভুলবেন না।
