বেকিং ছাড়া যে কত্ত সহজে, কত্ত মজার কেক তৈরী করা যায়, সেটা তৈরী করে না খেলে বুঝতে পারবেন না। তৈরী করছি নো বেইক ওরিও চিজকেক। আমি এখানে ওরিও বিস্কিট দিয়ে করেছি। আপনারা যে কোনো সাধারণ বিস্কিট যেমন মেরি বিস্কিট দিয়ে করতে পারেন।
নো-বেইক ওরিও চিজকেক তৈরী করার পদ্ধতি দেখি:
ইউটিউবে ভিডিও দেখতে সমস্যা হলে এই লিঙ্ক থেকে ডেইলি মোশনেও ভিডিওটি দেখতে পারেন।
তৈরী করতে লেগেছে –
তৈরী করতে লেগেছে
- ওরিও বিস্কিট
- কেকের বেইস তৈরী করতে ৩২ টি
- কেকের টপিং-এর মধ্যে ৪ টি
- হেভি মিল্ক ক্রিম ১ কাপ
- বাটার ১০০ গ্রাম
- আইসং সুগার ০.৫ কাপ
- ক্রিম চিজ ৩ কাপ
- ভ্যানিলা এসেন্স ১ চা চামুচ
তৈরী করে আমাদের ফেসবুক পেজ আপনার অভিজ্ঞতা শেয়ার করতে ভুলবেন না।
