মাইক্রোওয়েভ ওভেনে চিজ কেক
০৬
ডিসে.

মাইক্রোওয়েভ ওভেনে চিজ কেক

মাইক্রোওয়েভ ওভেনে কেক তৈরী করা যায়না বলে কিন্তু আমাদের অনুতাপের শেষ নেই। এখন আমি এই মাইক্রোওয়েভ ওভেনেই একটা চমৎকার চিজ কেক তৈরী করে দেখাচ্ছি। এই কেকটা তৈরী করা যেমন সহজ, খেতেও তেমনই মজা। চলুন তৈরী করার প্রসেসটি দেখি।

ইউটিউবে ভিডিও দেখতে সমস্যা হলে এই লিঙ্ক থেকে ডেইলি মোশনেও ভিডিওটি দেখতে পারেন।

তৈরী করতে লাগছে –

  1. বিস্কিটের গুঁড়ি ২ কাপ
  2. ডিম ১ টি
  3. ক্রিম চিজ ১ কাপ
  4. হেভি ক্রিম ১ কাপ
  5. ভ্যানিলা এসেন্স ০.৫ চা চামুচ
  6. চিনি ০.৫ কাপ
  7. বাটার ৬ টেবিল চামুচ

তৈরী করার অভিজ্ঞতা আমাদের ফেসবুক পেজে শেয়ার করতে ভুলবেন না।