কর্মব্যস্ততার জন্য আমাদের সবসময় রান্নার সময় হয়ে ওঠেনা। বিশেষ করে ব্যাচেলারদের এই সমস্যা সবচাইতে বেশী। আর তাই আমাদের ব্যাচেলার দর্শকদের জন্য খুব সহজ একটা রেসিপি নিয়ে আসলাম ভাত ভাজি। বাসি ভাত দিয়ে সহজেই তৈরী করা যায় এই ভাত ভাজি, যা খেতেও অনেক মজা।
তৈরী করার পদ্ধতি দেখি:
ইউটিউবে ভিডিও দেখতে সমস্যা হলে এই লিঙ্ক থেকে ডেইলি মোশনেও ভিডিওটি দেখতে পারেন।
তৈরী করতে লাগছে –
- ১ কাপ চালে ভাত
- ০.২৫ কাপ রান্নার তেল
- ১ কাপ পেঁয়াজ কুচি
- ৫/৬ টি শুকনো মরিচ
- চিমটি পরিমাণ হলুদের গুঁড়ি
- ১ চা চামুচ লবণ
তৈরী করার অভিজ্ঞতা আমাদের ফেসবুক পেজে শেয়ার করতে ভুলবেন না।