গরুর মাংসের স্টেকের রেসিপি শেয়ার করার পরে অনেকে আমার কাছে চিকেন স্টেক রেসিপি চেয়েছেন। আর তাদের জন্য এখন তৈরী করে দেখাচ্ছি চিকেন স্টেক। আর চুলার উপরে তৈরী করছি সাধারণ নন-স্টিক প্যানের মধ্যে। আশাকরি দর্শকরা উপভোগ করবেন।
ইউটিউবে ভিডিও দেখতে সমস্যা হলে এই লিঙ্ক থেকে ডেইলি মোশনেও ভিডিওটি দেখতে পারেন।
তৈরী করতে লাগছে –
- হাড়/চর্বি ছাড়া মুরগির মাংস ৪০০ গ্রাম
- রসুন বাটা ০.৫ চা চামুচ
- সয় সস ১ টেবিল চামুচ
- ওয়েস্টার সস ১ টেবিল চামুচ
- রান্নার তেল ১ টেবিল চামুচ
- কালো গোল মরিচের গুঁড়ি ১ চা চামুচ
- লেবুর রস ১ টেবিল চামুচ
- বাটার ৫০ গ্রাম
তৈরী করার অভিজ্ঞতা আমাদের ফেসবুক পেজে শেয়ার করতে ভুলবেন না।