পাউরুটির বাতিল অংশ দিয়ে পাকোড়া
৩০
জানু.

পাউরুটির বাতিল অংশ দিয়ে পাকোড়া

বাঙ্গালির রান্নাঘরে বাতিল বলে কিছু নেই। লাউ এর বিচি থেকে শুরু করে তরমুজের খোসা, কোনো কিছুই আমরা ফেলে দেই না। আমি নিজেও তরমুজের খোসা দিয়ে আপনাদের দারুন সব রেসিপি করে দেখিয়েছি। যাই হোক, এখন এই সুন্দর পাকোড়াগুলি আমি তৈরী করছি এমন একটা উপকরণ দিয়ে, যা আমরা খেতে চাই না বা ফেলে দেই।

তৈরী করার অভিজ্ঞতা আমাদের ফেসবুক গ্রুপে শেয়ার করতে ভুলবেন না। শেয়ার করে আপনিও জিতে নিতে পারেন একটি সুন্দর উপহার।