চটপটির নতুন কুড়মুড়ে ফিউশন
১৮
মে

চটপটির নতুন কুড়মুড়ে ফিউশন

এখন আমি একটা সাধারণ জিনিসকে ফিউশন করে অসাধারণ করে ফেলবো। ফুচকা – চটপটি পাগলরা সব কৈ? বসে এই ভিডিওটা দেখো আর তৈরী করে খেয়ে আমাকে জানাও জিনিসটা কেমন লাগলো!

তৈরী করতে লাগছে –

  1. চটপটির ডাল/চিকপি/ডাবলি ১ কাপ
  2. চিপস্
  3. তেঁতুলের সস
  4. খাওয়ার সোডা ০.২৫ চা চামচ
  5. লবণ ০.২৫ চা চামচ
  6. সেদ্ধ আলু
  7. ডিম
  8. পিঁয়াজ কুচি
  9. শসা কুচি
  10. ধনে পাতা কুচি
  11. কাঁচা মরিচ কুচি

তৈরী করার অভিজ্ঞতা আমাদের ফেসবুক গ্রুপে শেয়ার করতে ভুলবেন না। শেয়ার করে আপনিও জিতে নিতে পারেন একটি সুন্দর উপহার।