ইফতারিতে বেঁচে যাওয়া কাবাব ও পিঁয়াজু দিয়ে ২ রকমের ভর্তাBy Rumana / ৩ মার্চ ২০২৫ একটু উনিশ বিশ করলেই একটা দারুন রেসিপি তৈরী করা যায়, যা দিয়ে রমযান মাসের সেহরী অনেক তৃপ্তি করে খাওয়া যাবে। এরকম আরও রান্না:বেঁচে যাওয়া পিঁয়াজু দিয়ে পাতলা ঝোলক্রিসপি ফিস উইথ পেপারস্ডাল ছাড়াই ঝটপট পিঁয়াজুইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাক রান্নাঘরোয়া স্টাইলে টার্কিশ আদানা কাবাব