মিষ্টি আমরা কে না পছন্দ করি, আর সেই মিষ্টি যদি বাসায় তৈরী করা যায়, তাহলেতো সোনায় সোহাগা। চলুন দেখি গোলাপজাম তৈরীর পদ্ধতি…
চাইলে এই লিঙ্ক থেকে ইউটিউবেও ভিডিওটি দেখতে পারেন। আশাকরি সবাই পছন্দ করবেন।
তৈরী করতে যা যা লেগেছে:
- ময়দা
- গুঁড়ো দুধ
- সুজি
- বেকিং পাউডার
- চিনি
- ডিম
- ছোটো এলাচ
- দারুচিনি
- ঘি
- তেল
কোনো প্রশ্ন থাকলে বা কেমন লাগলো অনুগ্রহ করে মন্তব্যে জানাবেন।