ইতালিয়ান প্যান পিৎজা
নতুন বছরের শুভেচ্ছা সবাইকে।
পিৎজা ইতালির মূল খাবার হিসেবে প্রসিদ্ধ হলেও এখন এর কদর সারা বিশ্বে। খেতে ঝামেলা কম বলে সবাই পছন্দ করে পিৎজা। পিৎজা তৈরীতেও যে ঝামেলা খুব একটা বেশী না, সেটা মনে হয় এই ভিডিও না দেখলে বুঝবেন না।
ওভেন ছাড়া প্যানের মধ্যে পিৎজা তৈরীর সবচাইতে সহজ প্রক্রিয়া দেখিয়ে দিচ্ছি এই ভিডিওতে।
চাইলে এই লিঙ্ক থেকে ইউটিউবেও ভিডিওটি দেখতে পারেন। আশাকরি সবাই পছন্দ করবেন।
তৈরী করতে যা যা লাগছে:
- ময়দা
- ইস্ট
- চিকেন সসেজ
- ক্যাপসিকাম
- টমেটো
- মাশরুম
- পেঁয়াজ
- চিনি
- লবণ
- বাটার
- গোল মরিচ
- পাপড়িকা পাউডার
- পিৎজা সস
- চিজ
- তেল
- অলিভ অয়েল
কোনো প্রশ্ন থাকলে বা কেমন লাগলো অনুগ্রহ করে মন্তব্যে জানাবেন।
৮ comments