পরটা তৈরীর অনেক রকমের রেসিপি আছে। প্রতিটা পরটা তৈরীর ধরণ আলাদা আবার তাদের স্বাদও আলাদা। এখন মচমচে মাল্টি লেয়ার ফেনী পরটা তৈরী করে দেখাচ্ছি।
ফেনী পরটা তৈরীর পদ্ধতি দেখি:
ইউটিউবে ভিডিও দেখতে সমস্যা হলে এই লিঙ্ক থেকে ডেইলি মোশনেও ভিডিওটি দেখতে পারেন।
ফেনী পরটা তৈরী করতে যা যা লেগেছে…
- ৩ কাপ ময়দা
- ০.৫ কাপ সুজি
- ১ চা চামুচ লবণ
- ১ টেবিল চামুচ চিনি
- প্রয়োজন মতো রান্নার তেল
তৈরী করে আমাদের ফেসবুক পেজে আপনার অভিজ্ঞতা শেয়ার করতে ভুলবেন না।
