আমার অগনিত দর্শক আমাকে মাঝে মধ্যে অনুরোধ করেছেন বিকেল বেলায় নাশতা হিসেবে খাবার জন্য বা বাচ্চাদের স্কুলে টিফিন দেবার জন্য সহজ কিছু স্ন্যাক্সের রেসিপি দিতে। সেজন্য আমি খুবই সহজ একটা স্ন্যাক্স-এর রেসিপি দিচ্ছি, পটেটো চীজ বল। আশাকরি সবার ভালো লাগবে….
পটেটো চীজ বল তৈরী করার পদ্ধতি দেখি:
ইউটিউবে ভিডিও দেখতে সমস্যা হলে এই লিঙ্ক থেকে ডেইলি মোশনেও ভিডিওটি দেখতে পারেন।
তৈরী করতে যা যা লাগছে…
- ১ কেজি আলু
- ২ টেবিল চামুচ বাটার
- প্রয়োজন মতো মোজারেলা চীজ
- ১.৫ চা চামুচ লবণ
- ধনে পাতা ১ টেবিল চামুচ
- পুদিনা পাতা ১ টেবিল চামুচ
- ১ চা চামুচ গোল মরিচের গুঁড়ি
- ১ চা চামুচ আধা ভাঙ্গা শুকনো মরিচ (শুকনো মরিচ)
- প্রয়োজন মতো ব্রেড ক্রাম্ব
তৈরী করে আমাদের ফেসবুক পেজ আপনার অভিজ্ঞতা শেয়ার করতে ভুলবেন না।