ওয়েন্টার্ন খাবার ম্যাশড পটেটো। তবে এবার আমি না, আমার হাজবেন্ড তৈরী করেছে ম্যাশড পটেটো। খুবই সহজ উপায় ঝট্ পট্ তৈরী করার প্রণালী দেখা যাবে এখানে –
ইউটিউবে ভিডিও দেখতে সমস্যা হলে এই লিঙ্ক থেকে ডেইলি মোশনেও ভিডিওটি দেখতে পারেন।
তৈরী করতে যা যা লাগছে
- বড় চারটা আলু
- ১ টেবিল চামুচ বাটার
- আদা কাপ ফুল ক্রিম দুধ
- প্রয়োজন মতো গোল মরিচ
- প্রয়োজন মতো লবণ