পুলি পিঠা এমন একটি পিঠা যেটা খাওয়ার জন্য শীতকাল পর্যন্ত অপেক্ষা করতে হয়না। সারা বছরই এই পিঠা খাওয়া যায়। তবে আধুনিক জীবনধারার সাথে এই পিঠাগুলি কেমন যেনো হারিয়ে যেতে বসেছে।
পুলি পিঠা তৈরী করার পদ্ধতি দেখি:
ইউটিউবে ভিডিও দেখতে সমস্যা হলে এই লিঙ্ক থেকে ডেইলি মোশনেও ভিডিওটি দেখতে পারেন।
পুলি পিঠা তৈরী করতে লাগছে –
- প্রয়োজন মতো চালের আটার কাই – রেসিপি এখানে
- নারিকেল ২ কাপ
- গুড় ১ কাপ
- তেজপাতা ১ টি
- দারুচিনি ৫ সেঃমিঃ
- ছোটো এলাচ ৩টি
- ভাজার জন্য প্রয়োজন মতো তেল
তৈরী করে আমাদের ফেসবুক পেজে আপনার অভিজ্ঞতা শেয়ার করতে ভুলবেন না।
