
০১
জুলাই
চট্পটা ফ্রুট সালাদ ফিউশন
সবারই পছন্দ আলাদা আলাদা। আর সেজন্য সবরকমের ফল সবার ভালোও লাগেনা। কিন্তু আমি একটা ফ্রুট সালাদের রেসিপি দেখাচ্ছি, যেটা তৈরী করলে এত মজা হয় যে কেউ জেনে শুনে এটাকে না বলতে পারবেনা।
ইউটিউবে ভিডিও দেখতে সমস্যা হলে এই লিঙ্ক থেকে ডেইলি মোশনেও ভিডিওটি দেখতে পারেন।
তৈরী করতে লাগছে –
- ০.৫ কাপ করে কয়েক রকমের ফল
- ভাজা শুকনো মরিচের ০.৫ চা চামুচ
- বিট লবণ ০.২৫ চা চামুচ
- ভাজা জিরা গুঁড়ি ০.৫ চা চামুচ
- ১ টেবিল চামুচ পুদিনা পাতা কুচি
- মালটার রস আনুমানিক ৪ টেবিল চামুচ
তৈরী করার অভিজ্ঞতা আমাদের ফেসবুক পেজে শেয়ার করতে ভুলবেন না।
০ comments