
২৬
ডিসে.
সেন্ডউইচ কেক
আমার দর্শকদের কাছ থেকে অগনিত রিকোয়েস্ট ছিলো মিষ্টি ছাড়া ডেসার্ট/কেক-এর রেসিপি তৈরী করে দেখানোর জন্য। তাদের জন্যই এখন নিয়ে আসলাম সেন্ডউইচ কেক রেসিপি। মজার বিষয় হলো এই কেকটা তৈরী করতে তেমন কোনো ঝামেলাই নেই। নেই ওভেনের প্রয়োজন, নেই ঘন্টার পর ঘন্টা চুলার সামনে অপেক্ষা করা। চলুন তাহলে শিখে নি কিভাবে তৈরী করতে হয় এই চমৎকার সেন্ডউইচ কেক।
ইউটিউবে ভিডিও দেখতে সমস্যা হলে এই লিঙ্ক থেকে ডেইলি মোশনেও ভিডিওটি দেখতে পারেন।
তৈরী করতে লাগছে –
- পাউরুটি প্রয়োজন মতো
- চিকেন সসেজ ৪ টি
- ডিম ঝুরি করতে
- ডিম ৪ টি
- চিমটি পরিমাণ লবণ
- চিমটি পরিমাণ গোল মরিচের গুঁড়ি
- ২ চা চামুচ রান্নার তেল
- ভেতরের ফিলিং তৈরী করতে
- ১ কাপ ক্রিম চিজ
- টক দৈ ০.৫ কাপ
- মেয়নিজ ২ টেবিল চামুচ
- গোল মরিচের গুঁড়ি ০.৫ চা চামুচ
- ক্যাপিকাম ০.৫ কাপ
- ডেকোরেশনের জন্য ক্রিমের লেয়ার তৈরী করতে
- ক্রিম চিজ ১.৫ কাপ
- মেয়নিজ ২ টেবিল চামুচ
- টক দৈ ০.২৫ কাপ
- ক্রিম চিজ তৈরীর রেসিপি ভিডিও লিঙ্ক এখানে
- পরিবেশনের জন্য ফুল তৈরীর (গার্নিশিং) ভিডিও প্লে লিস্ট এখানে।
তৈরী করার অভিজ্ঞতা আমাদের ফেসবুক পেজে শেয়ার করতে ভুলবেন না।
০ comments