
০৪
জুলাই
চিজ ব্রেড অমলেট
কর্মব্যস্তময় এই জীবনে রান্নাঘরে সময় দেয়াটাই যেনো সবচাইতে বড় চ্যালেঞ্জ। আর তাই আমি অনেকদিন হলো শুরু করেছি কুইক রেসিপি পর্ব। সেই পর্বেই এখন একটা মজাদার চিজ ব্রেড অমলেট তৈরী করছি। আর রান্নার প্রিপারেশন থেকে শেষ পর্যন্ত সময় লেগেছে ১০ মিনিটেরও কম।
তৈরী করতে লাগছে –
- ডিম ২ টি
- পাউরুটি ১ পিস
- স্যান্ডুইচের চিজ স্লাইস ১ টি
- ক্যাপসিকাম ৩ টেবিল চামুচ
- পেঁয়াজ কুচি ১ টেবিল চামুচ
- লবণ ০.২৫ চা চামুচ
- গোল মরিচের গুঁড়ি ০.২৫ চা চামুচ
- কাঁচা মরিচ ১ চা চামুচ
- সামান্য রান্নার তেল
তৈরী করার অভিজ্ঞতা আমাদের ফেসবুক পেজে শেয়ার করতে ভুলবেন না। শেয়ার করে আপনিও জিতে নিতে পারেন একটি সুন্দর উপহার।
০ comments