একদম পারফেক্ট খাস্তা মোগলাই পরোটা তৈরী করেছি। তৈরী করতে আমি আটা মাখাবো না, রুটি বেলবো না। কিন্তু তৈরী হয়েছে একদম পারফেক্ট খাস্তা মোগলাই পরোটা। কিভাবে, সেটা জানতে হলে ভিডিওটা দেখতে হবে। আর দেখে আপনারা চমকে যাবেন, আর অবস্থা হবে আমার মতো, মাঝে মাঝেই ঘরে মোগলাই তৈরী করবেন।
তৈরী করতে লাগছে –
- রেডি মেড ফ্রোজেন পরোটা
- ডিম
- কাঁচা মরিচ
- পিয়াঁজ কুচি
- ধনে পাতা
- লবণ
- আদা কুচি
- গোল মরিচের গুঁড়ি
তৈরী করার অভিজ্ঞতা আমাদের ফেসবুক পেজে শেয়ার করতে ভুলবেন না। শেয়ার করে আপনিও জিতে নিতে পারেন একটি সুন্দর উপহার।