সকাল বেলে আমারা সবাই এতটু তাড়াহুড়োর মধ্যে থাকি। যারা চাকুরি করি তারাও আবার যারা পরিবারকে তৈরী করে বাহিরে পাঠাই তারাও। কি নাশতা দেবো, টিফিন/লঞ্চের জন্য বক্সে কি দেবো, এগুলি নিত্যদিনের টেনশন। আমি আপনাদের জন্য ঝটপট নাশতা/টিফিনের একটি আইডিয়া নিয়ে আসলাম। এটার জন্য ঘন্টার পর ঘন্টা প্রস্তুতিরও কিছু নেই। রেডিমেড রুটি/পরোটা দিয়েও করতে পারেন, আবার বাসায় রুটি/পরোটা তৈরী করেও করতে পারেন। আবার যদি আগের দিন সবজিগুলি কেটে ফ্রিজে রেখে দেন, তাহলে সকালে সময় আরও কম লাগবে। আমি রেসিপিটা আহামরি অনেক কিছু দিয়ে তৈরী করিনি। করেছি এমন সব সবজি দিয়ে যা মোটামুটি সারাবছরই আমাদের বাজারে পাওয়া যায়।
তৈরী করতে কি কি ব্যবহার করেছি সেটা জানতে ভিডিওটি দেখুন।
আমার রুটি/পরোটার রেসিপিগুলি দেখতে ভিজিট করুন এই লিঙ্কটি
তৈরী করার অভিজ্ঞতা আমাদের ফেসবুক গ্রুপে শেয়ার করতে ভুলবেন না। শেয়ার করে আপনিও জিতে নিতে পারেন একটি সুন্দর উপহার।
