রোদে না দিয়ে জলপাইয়ের সহজ আচার

আমার অগনিত দর্শকের অনুরোধ ছিলো কিভাবে সহজে জলপাইয়ের আচার তৈরী করা যায় যাতে রোদে দিতে না হয় এবং অল্প সময়ে তৈরী করা যায়। খুব সহজেই তেরী করে দেখাচ্ছি একদম ফ্রেশ জলপাই দিয়ে রোদ না লাগিয়ে জলপাইয়ের আচার।

ইউটিউবে ভিডিও দেখতে সমস্যা হলে এই লিঙ্ক থেকে ডেইলি মোশনেও ভিডিওটি দেখতে পারেন।

তৈরী করতে লাগছে –

  1. ১ কেজি জলপাই
  2. ১ কাপ সরিষার তেল
  3. ১ কাপ চিনি
  4. ১ টেবিল চামুচ রসুন বাটা
  5. ১ টেবিল চামুচ আদা বাটা
  6. ২ টেবিল চামুচ সরিষা বাটা
  7. ১ চা চামুচ শুকনো মরিচের গুঁড়ি
  8. চিমটি পরিমাণ হলুদের গুঁড়ি
  9. ১ চা চামুচ লবণ
  10. ভিনেগার ০.২৫ কাপ
  11. পাঁচফোড়ন ১ চা চামুচ : https://youtu.be/uTHLBVggdVs
  12. আধাভাঙ্গা শুকনো মরিচের গুঁড়ি ১ চা চামুচ
  13. ভাজা জিরার গুড়ি ১ চা চামুচ
  14. শুকনো মরিচ ৪/৫ টি

তৈরী করার অভিজ্ঞতা আমাদের ফেসবুক পেজে শেয়ার করতে ভুলবেন না।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Scroll to Top