স্প্রাইট চিকেন উইংস

দর্শকদের জন্য সিঙ্গাপুরের ফুড কোর্ট থেকে রেসিপি শিখে নিয়ে আসলাম স্প্রাইট চিকেন উইংস। উদ্ভট নামটা দেখে হয়তো ভাবছেন এটা আবার কেমন রেসিপি!! কিন্তু এটা খাওয়ার জন্য সিঙ্গাপুরের আউটলেটগুলিতে খাবার প্রেমীদের লাইন দিয়ে থাকতে হয়। মাত্র ৫টি উপকরণ লাগে তৈরী করতে, আর খেতে এতো মজা হয় যে আপনারা খওয়ার সময় ভুল করে আঙ্গুলে কামড় দিয়ে বসবেন। চলুন চটপট শিখে ফেলি স্প্রাইট চিকেন উইংস রেসিপি।

তৈরী করতে লাগছে –
▶ চিকেন উইং ০.৫ কেজি
▶ সয়সস ১ টেবিল চামুচ
▶ ওয়েস্টার সস ১ টেবিল চামুচ
▶ রসুন বাটা ১ চা চামুচ
▶ গোল মরিচের গুঁড়ি ০.৫ চা চামুচ
▶ স্প্রাইট ১.৫ কাপ

তৈরী করার অভিজ্ঞতা আমাদের ফেসবুক গ্রুপে শেয়ার করতে ভুলবেন না। শেয়ার করে আপনিও জিতে নিতে পারেন একটি সুন্দর উপহার।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Scroll to Top