এই মহা গরমে কার কিচেনে যেতে ইচ্ছে করে বলেন! সেজন্য চাই কুইক মিল। এই যে বরবটির রেসিপটি দেখতে পাচ্ছেন, এটা একটা চাইনিজ মিল। তৈরী করতে সময় কতটুকু লাগে জানেন? মাত্র ১০ মিনিট। চলুন কথা না বাড়িয়ে রান্নায় চলে যাই।
তৈরী করতে লাগছে –
- বরবটি ২৫০ গ্রাম
- মাংসের কিমা ১ কাপ (প্রায় ২৫০ কাপ)
- রসুন কুচি ১ টেবিল চামচ
- আদা কুচি ১ চা চামচ
- গোল মরিচের গুঁড়ি ০.৫ চা চামচ
- সয়সস ১ টেবিল চামচ
- ওয়েস্টার সস ১ টেবিল চামচ
- ফিশ সস ১ চা চামচ
- চিলি ফ্লেক্স ১ টেবিল চামচ
- চিনি ১ চা চামচ
- বাটার
তৈরী করার অভিজ্ঞতা আমাদের ফেসবুক গ্রুপে শেয়ার করতে ভুলবেন না। শেয়ার করে আপনিও জিতে নিতে পারেন একটি সুন্দর উপহার।