পশ্চিমাদের পাশাপাশি পটেটো ওয়েজেস-এর কদর এখন আমাদের এখানেও হচ্ছে। এই মুখরোচক খাবারটি যেমন মূল খাবার হিসেবে গ্রহণ করা যায়, সেরকম আবার হালকা নাশতা হিসেবেও গ্রহণ করা যায়। চলুন দেখি কিভাবে খুব সহজে পটেটো ওয়েজেস তৈরী করা যায়-
ইউটিউবে ভিডিও দেখতে সমস্যা হলে এই লিঙ্ক থেকে ডেইলি মোশনেও ভিডিওটি দেখতে পারেন।
তৈরী করতে যা যা লাগছে –
- আলু – ৫টি
- গোল মরিচ
- কাবাব মশলা
- মরিচের গুঁড়ি
- টেম্পোরা পাউডার অথবা বেসন
- লবণ
কোনো প্রশ্ন থাকলে বা কেমন লাগলো অনুগ্রহ করে মন্তব্যে জানাবেন।

eita kalkei banay khetey hobe 😛