
২৬
ডিসে.
ডাম্পলিং চিকেন ফ্লাওয়ার – ৩য় পর্ব
এখন ডাম্পলিং চিকেনের তৃতীয় পর্বে দেখাচ্ছি ডাম্পলিং চিকেন ফ্লাওয়ার। এই ডাম্পলিং চিকেন ফ্লাওয়ারটা দেখতে অনেকটা আমাদের কদম ফুলের মতো। আর খেতেও ভীষণ জুসি এবং টেস্টি হয়।
ডাম্পলিং চিকেন ফ্লাওয়ার তৈরী করার পদ্ধতি দেখি:
ইউটিউবে ভিডিও দেখতে সমস্যা হলে এই লিঙ্ক থেকে ডেইলি মোশনেও ভিডিওটি দেখতে পারেন।
ডাম্পলিং তৈরী করতে যা যা লাগছে…
- ১.৫ কাপ বাসমতি চাল
- মুরগির মাংসের কিমা ২ কাপ
- পেঁয়াজ কুঁচি ১ কাপ
- ডার্ক সয় সস ১ টেবিল চামুচ
- ফিশ সস ২ টেবিল চামুচ (হাতের নাগালে না পেলে ১ চা চামুচ লবণ দিয়ে দেবেন)
- ২ টেবিল চামুচ সিসিম ওয়েল (অন্য রান্নার তেলও ব্যবহার করতে পারেন)
- গোল মরিচের গুঁড়ি ১ চা চামুচ
- ১ টেবিল চামুচ রসুন কুঁচি
- কর্ণ ফ্লাওয়ার ১ টেবিল চামুচ
গ্রিন সসের রেসিপি এই লিঙ্কে…
তৈরী করে আমাদের ফেসবুক পেজে আপনার অভিজ্ঞতা শেয়ার করতে ভুলবেন না।
০ comments