আমাদের দেশে এমন কাউকে পাওয়া কঠিন যে ভর্তা পছন্দ করেনা। ভাতের পাশাপাশি বেগুন ভর্তা ভীষণ স্বাদের বেগুন ভর্তা দুইভাবে রান্না করা যায়, বেগুনটা পুড়ে অথবা সিদ্ধ করে। আজকে আমরা বেগুন পুড়ে ভর্তা করবো।
ওপরের ভিডিওটি দেখতে সমস্যা হলে ডেইলিমোশনের এই লিঙ্কে গিয়েও ভিডিওটি দেখতে পারেন।
তৈরীতে যা যা লাগছে –
- বেগুন
- পেঁয়াজ
- কাঁচা মরিচ
- লবণ
- সরিষার তেল
- ধনেপাতা
কোনো প্রশ্ন থাকলে বা কেমন লাগলো অনুগ্রহ করে মন্তব্যে জানাবেন।