
২৭
নভে.
গাজরের সন্দেশ
আমাদের মিষ্টির দোকানগুলিতে পাওয়া যায় এই গাজরের সন্দেশ। খেতে যে কত মজা এটা একবার যে খায়নি সে বলতে পারবে না। আমার দর্শকদের কাছ থেকে অনেক অনেক অনুরোধ পেয়েছি এই রেসিপিটি তৈরী করে দেখানোর। গাজরের মৌসুম চলছে তাই তৈরী করে দেখাচ্ছি পারফেক্ট গাজরের সন্দেশ।
ইউটিউবে ভিডিও দেখতে সমস্যা হলে এই লিঙ্ক থেকে ডেইলি মোশনেও ভিডিওটি দেখতে পারেন।
তৈরী করতে লাগছে –
- গাজর ৪ কাপ
- কন্ডেসড মিল্ক ১ কাপ
- ক্রিম চিজ ১ কাপ
- তেজ পাতা ২ টি
- ঘি ০.২৫ কাপ
- এলাচের গুঁড়ি ০.৫ চা চামুচ
ঘরে ক্রিম চিজ তৈরী করার ভিডিও দেখতে এই লিঙ্কে যান।
তৈরী করার অভিজ্ঞতা আমাদের ফেসবুক পেজে শেয়ার করতে ভুলবেন না।
০ comments