সিম্পল শিম ভর্তা

ভর্তা ভাত হলে আমাদের আর কিছু লাগেনা। আর গতানুগতিক রুটিনের খাবারগুলি থেকে বের হয়ে আসার জন্য ভর্তার বিকল্প নেই। আর তাই এখন খুব সিম্পল একটা শিম ভর্তা তৈরী করে দেখাচ্ছি।

ইউটিউবে ভিডিও দেখতে সমস্যা হলে এই লিঙ্ক থেকে ডেইলি মোশনেও ভিডিওটি দেখতে পারেন।

তৈরী করতে লাগছে –

  1. শিম ২৫০ গ্রাম
  2. বড় পিয়াঁজ ১ টি
  3. লবন
    • শিম সেদ্ধ করতে ০.২৫ চা চামুচ
    • ভর্তার সময় ০.২৫ চা চামুচ
  4. শুকনো মরিচ ৪/৫ টি
  5. সরিষার তেল ০.২৫ চা চামুচ
  6. ধনে পাতা ১ টেবিল চামুচ

তৈরী করার অভিজ্ঞতা আমাদের ফেসবুক পেজে শেয়ার করতে ভুলবেন না।

১ thought on “সিম্পল শিম ভর্তা”

MITALI NANDY শীর্ষক প্রকাশনায় মন্তব্য করুন Cancel Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Scroll to Top