রেইনবো ক্রেপ কেক
১১
মে

রেইনবো ক্রেপ কেক

চুলো বা ওভেন কিছুই লাগবে না, লাগবেনা বালু বা লবণ। সবকিছু ছাড়াও রঙধনুর মতো একটা কেক তৈরী করে দেখাচ্ছি। নামটি হচ্ছে রেইনো ক্রেপ কেক।

তৈরী করতে লাগছে –

  1. ৪ কাপ রেডিমেড প্যান কেক মিক্স
  2. ৮ কাপ পানি
  3. ৪০০ গ্রাম বাটারের বাটার ক্রিম ফ্রস্টিং
  4. প্রয়োজন মতো ফুড কালার
  5. সাজানোর জন্য প্রয়োজন মতো উপকরণ

তৈরী করার অভিজ্ঞতা আমাদের ফেসবুক পেজে শেয়ার করতে ভুলবেন না। শেয়ার করে আপনিও জিতে নিতে পারেন একটি সুন্দর উপহার।