
১১
মে
রেইনবো ক্রেপ কেক
চুলো বা ওভেন কিছুই লাগবে না, লাগবেনা বালু বা লবণ। সবকিছু ছাড়াও রঙধনুর মতো একটা কেক তৈরী করে দেখাচ্ছি। নামটি হচ্ছে রেইনো ক্রেপ কেক।
তৈরী করতে লাগছে –
- ৪ কাপ রেডিমেড প্যান কেক মিক্স
- ৮ কাপ পানি
- ৪০০ গ্রাম বাটারের বাটার ক্রিম ফ্রস্টিং
- প্রয়োজন মতো ফুড কালার
- সাজানোর জন্য প্রয়োজন মতো উপকরণ
- বাটার ক্রিম ফ্রস্টিং রেসিপির ভিডিও লিঙ্ক
- রেড ভ্যালভেট কেকের ভিডিও লিঙ্ক
- আইসিং সুগার ভিডিও লিঙ্ক
তৈরী করার অভিজ্ঞতা আমাদের ফেসবুক পেজে শেয়ার করতে ভুলবেন না। শেয়ার করে আপনিও জিতে নিতে পারেন একটি সুন্দর উপহার।
০ comments