যারা নতুন নতুন রেসিপি এক্সপ্লোর করতে চান, তাদের জন্য আবারও একটা বিদেশী রেসিপি নিয়ে আসলাম। রেসিপি বিদেশী হলেও তৈরী করার প্রসেস কিন্তু ভীষণ সহজ! আর এটা তৈরী করে আপনারা যে-কোনো সময় খেতে পারবেন, মানে লাঞ্চ ডিনারের পাশাপাশি স্কুল বা অফিসের টিফিনেও নিতে পারবেন মজাদার এই পাস্তা। আবার হতে পারে অতিথি আপ্যায়নেও নতুন একটি চমক। চলুন রান্না করতে চলে যাই!!
তৈরী করতে লাগছে –
- টমেটো ২৫০ গ্রাম
- ACI Pure Thai Noodles ১ প্যাকেট
- মাংসের কিমা ০.৫ কাপ
- সামান্য ক্যাপসিকাম কুচি
- লবণ
- সেদ্ধ করার সময় প্রয়োজন মতো
- কিমা রান্নায় ১ চা চামুচ
- বাটার
- নুডুলস রান্নায় ৩ টেবিল চামুচ
- কিমা রান্নায় ১ টেবিল চামুচ
- রসুন কুচি
- নুডুলস রান্নায় ১ টেবিল চামুচ
- কিমা রান্নায় ১ টেবিল চামুচ
- চিলি ফ্লেক্স ১ চা চামুচ
- অরিগেনো ১ চা চামুচ
- চিলি ওয়েল ১ টেবিল চামুচ
তৈরী করার অভিজ্ঞতা আমাদের ফেসবুক গ্রুপে শেয়ার করতে ভুলবেন না। শেয়ার করে আপনিও জিতে নিতে পারেন একটি সুন্দর উপহার।
