ডিম ছাড়া পারফেক্ট নাগা সস

এখনকার ফাস্ট-ফুড জেনারেশানের ভীষণ পছন্দের নাগা সস তৈরী করে নিয়ে আসলাম। সসটা তৈরী করেছি ডিম ছাড়া। দেখতেই পাচ্ছেন কত ঘণ ও ফোমি হয়েছে। কিভাবে করলাম! শিখতে সাথেই থাকুন!!

তৈরী করতে লাগছে –

  1. নাগা/বোম্বাই মরিচ ৪ টি
  2. তরল দুধ ০.৫ কাপ
  3. চিনি ২ টেবিল চামচ
  4. লবণ ০.৫ চা চামচ
  5. ভিনেগার ১ টেবিল চামচ
  6. রান্নার তেল ১ কাপ
  7. টক আচার ১ টেবিল চামচ
  8. গুঁড়ো দুধ ১ টেবিল চামচ

তৈরী করার অভিজ্ঞতা আমাদের ফেসবুক গ্রুপে শেয়ার করতে ভুলবেন না। শেয়ার করে আপনিও জিতে নিতে পারেন একটি সুন্দর উপহার।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Scroll to Top