রান্না করা পোলাও বেঁচে গেলে আমি পরের দিন আমার চিকন বুদ্ধি ব্যবহার করে সেটাকে রেস্টুরেন্টের রেসিপি করে ফেলি। ডিম সবজি মাংস সহ কমপ্লিট একটা মিল। কিভাবে তৈরী করি, জানতে সাথেই থাকুন!
তৈরী করতে লাগছে –
- বাসি পোলাও ৪ কাপ
- বাঁধাকপি ১ কাপ
- পিঁয়াজ কুচি ০.৫ কাপ
- পিঁয়াজ পাতা ০.৫ কাপ
- গাজর কুচি ০.৫ কাপ
- ক্যাপসিকাম ০.৫ কাপ
- ডিম ২ টি
- রান্না করা মাংস
- বাটার ৩/৪ টেবিল চামচ
- গোল মরিচের গুঁড়ি
- ডিমের মধ্যে ০.২৫ চা চামচ
- শেষে ০.২৫ চা চামচ
- ২/৩ টি কাঁচা মরিচ
- চিনি ১ চা চামচ
- রসুন কুচি ১ টেবিল চামচ
- সয় সস ২ টেবিল চামচ
- সামান্য ধনে পাতা
তৈরী করার অভিজ্ঞতা আমাদের ফেসবুক গ্রুপে শেয়ার করতে ভুলবেন না। শেয়ার করে আপনিও জিতে নিতে পারেন একটি সুন্দর উপহার।