রেস্টুরেন্টের ডাল তড়কা

এই সময় মনে হয় আমরা সবাই স্বাদ এবং রুচির একটু বৈচিত্র খুঁজছি। এমন একটা ডাল রান্না করেছি, যেটা তৈরী করে না খেলে বুঝবেন না সাধরণ ডালের স্বাদ ও ঘ্রাণ কত সুন্দর হতে পারে। তৈরী করে দেখাচ্ছি ইন্ডিয়ার রেস্টুরেন্ট স্টাইলে ডাল তড়কা।

  • ডাল সেদ্ধ করতে লাগছে
    1. ডাল – ১ কাপ (০.২৫ কাপ করে মুসুর, মুগ, ছোলার ডাল ও খেশারির ডাল)
    2. হলুদের গুঁড়ি – ০.২৫ চা চামচ
    3. লবণ – ০.৫ চা চামচ
  • তড়কা রান্নায় লাগছে
    1. ঘি ২ টেবিল চামচ
    2. তেল ১ টেবিল চামচ
    3. গোটা জিরা ১ টেবিল চামচ
    4. রসুন কুচি ১ টেবিল চামচ
    5. আদা কুচি ১ টেবিল চামচ
    6. পিঁয়াজ কুচি ১ টেবিল চামচ
    7. টমেটো কুচি ১ টেবিল চামচ
    8. শুকনো মরিচ ৪/৫ টি
    9. কাঁচা মরিচ কুচি ১ টেবিল চামচ
    10. হলুদের গুঁড়ি ০.২৫ চা চামচ
    11. শুকনো মরিচের গুঁড়ি ০.৫ চা চামচ
    12. ধনে গুঁড়ি ০.২৫ চা চামচ
    13. কাসুরি মেথি ১ চা চামচ
    14. ধনে পাতা
    15. বাটার

তৈরী করার অভিজ্ঞতা আমাদের ফেসবুক গ্রুপে শেয়ার করতে ভুলবেন না। শেয়ার করে আপনিও জিতে নিতে পারেন একটি সুন্দর উপহার।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Scroll to Top